মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব


pak_high_commissioner
Image captionপাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হন বলে খবর পাওয়া যায়।
এর প্রায় ছয় ঘণ্টা পর তিনি বাড়ি ফিরে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমন প্রেক্ষাপটে দুপুরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেই সঙ্গে তার কাছে লিখিত একটি বক্তব্য প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব মিজানুর রহমান সঙ্গে বৈঠক করেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম।
এর আগে সোমবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মীকে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগে পুলিশ আটক করে পরে ছেড়ে দেয়।
এর কিছুক্ষণের মধ্যে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন