রোগী মারা যাওয়ার পরও জীবিত দেখিয়ে চিকিৎসার নামে মোটা অংকের ফি আদায় করার অভিযোগ প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে মাঝে মধ্যেই শোনা যায়।
এরকম এক ঘটনা হাতে-নাতে ধরা পড়ার পর ঢাকার একটি হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকের মোটা অংকের জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
ঢাকার ঝিগাতলা এলাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ মেডিক্যাল সার্ভিসেস হাসপাতালে র্যাব বুধবার এক অভিযান চালায়।
এই অভিযানের সময় দেখা যায় এক বছর চার মাস বয়সী একটি শিশুকে আইসিইউ-তে রেখে চিকিৎসার নামে পরিবারের কাছ থেকে ফি নেয়া হচ্ছে। অথচ শিশুটি মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি মারা যায়।
ভ্রাম্যমান আদালত এই হাসপাতালে আরও অনেক অনিয়ম দেখতে পায় বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এই হাসপাতালে অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে শিশুরোগের চিকিৎসা করা হয়। এছাড়া এখানে কোন বায়োকেমিস্ট নেই, মেডিক্যাল টেকনোলজিষ্টদের কোন সনদপত্র নেই, পর্যাপ্ত ডাক্তার-নার্স নেই।
এরকম নানা অভিযোগে হাসপাতালের কর্তৃপক্ষ এবং ডাক্তার কর্মচারীদের বিভিন্ন অংকের জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ মেডিক্যাল সার্ভিসেস হাসপাতালের বক্তব্য পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন