জনপ্রিয় ব্রিটিশ পপ শিল্পী ডেভিড বোওয়ি মারা গেছেন।
তার ছেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৬৯ বছর বয়সী এই শিল্পী ১৮ মাস যাবত ক্যান্সারে ভুগছিলেন।
মাত্র গত শুক্রবারই তার জন্মদিনে ডেভিড বোওয়ির শেষ এলবাম ব্লাকস্টার প্রকাশিত হয়েছে।
কয়েক দশক ধরে পপ গানের জগতে জনপ্রিয় নাম ডেভিড বোওয়ি।
১৯৭২ সালে তার প্রথম উত্থান।
বলা হয় ৭০ এর দশক থেকে কয়েক দশক ধরে সংগীত ও ফ্যাশনে তিনি দারুণ প্রভাব রেখেছেন।
তার শেষ লাইভ পারফরম্যন্স ছিল ২০০৬ সালে নিউ ইয়র্কে একটি চ্যরিটি কনসার্টে।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে লেটস ড্যন্স, স্পেস অডিটি, আন্ডার প্রেসার ইত্যাদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন