ব্রিটেনে আজকের ন্যাশনাল লটারি যিনি জিতবেন, তিনি পাবেন ছয় কোটি পাউন্ড, বাংলাদেশি মূদ্রায় যার পরিমাণ প্রায় সাতশো কোটি টাকা।
গত ১৪টি লটারির ড্রতে কেউই জিতেনি। তাই সেসবের পুরস্কারের অর্থ জড়ো হতে হতে পরিমাণটা এই অবিশ্বাস্য অংকে পৌঁছেছে।
লটারির একটি টিকেট কিনে এই পুরস্কার জেতার সম্ভাবনা আসলে কতোটা?
পরিসংখ্যাবিদরা হিসেব করে দেখাচ্ছেন, সব নম্বর মিলিয়ে এই লটারি জেতার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
ব্রিটেনে ন্যাশনাল লটারির ড্র হয় নম্বর লেখা যেসব বল দিয়ে, সেই বলের সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে এখন করা হয়েছে ৫৯টি। এর ফলে পুরস্কার জেতার সম্ভাবনা আগের চেয়ে অনেক কমে গেছে। পরিসংখ্যানবিদরা বলছেন, সঠিক নম্বর বাছাই করে পুরস্কার জেতার সম্ভাবনা এখন প্রতি চার কোটি ৪৫ লাখে একবার।
রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটির ড: এলিজাবেথ উইলিয়ামসন বলেন, যারা লটারির টিকেট কিনেছেন তাদের ভাগ্যে পুরস্কার জেতার চাইতে নীচের যে কোনটি ঘটার সম্ভাবনা বা আশংকা অনেক বেশি:
- বজ্রপাতে মৃত্যু: প্রতি তিন লাখে একবার (এক বছরের মধ্যে)
- বিমান দুর্ঘটনায় মৃত্যু: প্রতি ৩৫ লাখে একবার
- এক সঙ্গে তিনটি শিশুর জন্ম দেয়া: প্রতি আট হাজারে একবার
- এক সঙ্গে চারটি শিশুর জন্ম দেয়া: প্রতি আট লাখে একবার
তবে আজকের লটারিতে সব গুলো নম্বর যদি কেউই মেলাতে না পারে, তখন সবচেয়ে কাছাকাছি নম্বর পর্যন্ত যারা মেলাতে পেরেছেন, তাদের মধ্য লটারির অর্থ ভাগাভাগি করে দেয়া হবে বলে নতুন নিয়ম করা হয়েছে।
ব্রিটেনে এর আগে ন্যাশনাল লটারিতে সবচেয়ে বড় পুরস্কারের অংকটি ছিল চার কোটি বিশ লাখ পাউন্ড। ১৯৯৬ সালে তিন জন সৌভাগ্যবান বিজয়ীর মধ্যে এই পুরস্কারের অর্থ ভাগাভাগি করে দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন