বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

পৌর নির্বাচনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিএনপির

            
       
  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর(ফাইল ছবি)   
             
বাংলাদেশে আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দল বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ প্রধান মেয়র পদের জন্য একজনের নাম পাঠানোর নিয়ম থাকলেও, তিনি একাধিক প্রার্থীর নাম উল্লেখ করে চিঠি পাঠাচ্ছেন।
সরকার প্রধানের দ্বারা-ই অনিয়ম হলে, নির্বাচন সুষ্ঠু হওয়ার আর কোনো সুযোগ থাকে না বলে মন্তব্য করেন মিস্টার ইসলাম।
গুলশানে আজ দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিস্টার ইসলাম বলেন, আইনে বলা আছে, প্রতিটি দলের মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি প্রতি পৌরসভায় মেয়র পদে দল থেকে একজন করে প্রার্থীর নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠাবেন। আওয়ামী লীগের এই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দলীয় সভাপতি শেখ হাসিনা। তিনি কয়েকটি পৌরসভায় মেয়র পদে একাধিক ব্যক্তিকে দলীয় প্রার্থী উল্লেখ করে চিঠি দিয়েছেন। এই পৌরসভাগুলো হলো শরিয়তপুর সদর, বরগুনার বেতাগী, খুলনার পাইকগাছা ও মাগুরা সদর।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, নির্বাচনী আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা প্রতিটি দলের একজনের মনোনয়নপত্র জমা নেবেন।
কিন্তু তা না করে রিটার্নিং কর্মকর্তা দুজনেরই মনোনয়নপত্র জমা নিয়েছেন যা সম্পূর্ণ বেআইনি।
আইন অমান্য করে আওয়ামী লীগের অনেক সাংসদ ও প্রার্থী এরই মধ্যে নির্বাচনী প্রচারে নেমেছেন উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন