রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

যুক্তরাষ্ট্রে 'ঐতিহাসিক' তুষারঝড়ের আগে ১৮ জনের মৃত্যু

 
    us storm                 টর্নেডোর পর বজ্রপাতের ফলে আলাবামার বার্মিংহামে প্রচুর বাড়িঘর ধ্বংস হয়ে গেছে     
           
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে এক সপ্তাহের টানা টর্নেডো, প্রবল বর্ষণ এবং বন্যায় অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
মিসিসিপি, টেনেসি, আরকানস্ এবং আলাবামাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা বলছেন, টেক্সাস এবং ওকলাহোমাতে একটি 'ঐতিহাসিক তুষারঝড়ের' আশংকা রয়েছে যাতে ১৬ ইঞ্চি তুষার জমতে পারে।
stormঝড়ে অনেক গাছপালা উপড়ে গেছে এবং মিসিসিপি অঙ্গরাজ্যে ৪০০-র বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে                
মিসিসিপিতে এক সপ্তাহে অন্তত ২০ টি টর্নেডোর আঘাতে প্রায় ৪০০ টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ধ্বংস হয়ে গেছে। ক্রিসমাসের ছুটিতেও হাজার-হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় সময় কাটিয়েছেন।
যুক্তরাষ্ট্রে যদিও ক্রিসমাসের আগে চরমভাবাপন্ন আবহাওয়া নতুন নয়, তবে আবহাওয়াবিদরা বলছেন কয়েকটি এলাকায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন