প্রথমবারের মতো আজ জাতিসংঘে উড়তে যাচ্ছে ফিলিস্তিনি পতাকা, যাকে আবেগ আর গর্বের একটি দিন বলে বর্ণনা করেছেন ফিলিস্তিনি নেতারা।
এ মাসের শুরুর দিকে জাতিসংঘে ফিলিস্তিন আর ভ্যাটিকানের পতাকা ওড়ানোর একটি প্রস্তাব গ্রহণ করে সাধারণ পরিষদ।যদিও যুক্তরাষ্ট্র আর আরো ছয়টি দেশের সঙ্গে ওই প্রস্তাবের বিরোধিতা করেছিল ইজরায়েল। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাস হয়।
ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বলেছেন, এটি নিঃসন্দেহে ফিলিস্তিনি জনগণের জন্য একটি স্মরণীয় দিন। কিন্তু জাতিসংঘকে অবশ্যই ফিলিস্তিনিদের জন্য শুধু আশাবাদের বাইরে বেশি কিছু দিতে হবে।
২০১২ সালে ফিলিস্তিনকে সদস্য নয় কিন্তু পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়েছিল সাধারণ পরিষদ।
আর আরো পরের দিকে সাধারণ পরিষদে মি. আব্বাসের বক্তৃতা দেয়ার কথা রয়েছে। এর একদিন পরেই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দেবেন।
bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন