শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

পাকিস্তানের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা

 
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুক্রবার দিনের শুরুতে একদল তালিবান  জংগী একটি বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে অন্তত ২৯জনকে হত্যা করে এবং ঐ ঘটনায় আহত হয় আরও অনেকে
সমরিকবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজাঊ জানিয়েছেন যে পেশওয়ারের কাছে বাধাবার ঘাঁটির  সেনারা  সংগে সংগে ঐ  হামলা প্রতিহত করেছে এবং  আক্রমণকারী ১৩ জংগিকে হত্যা করেছে ।
তিনি বলেন  বন্দুকের গুলিতে সেনা বাহিনীর  এক  কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর  ৫ সেনা  নিহত  হন এবং  আহত হয়েছেন বেশ কিছু সেনা ।
বা্জাউ জানিয়েছেন যে জংগিরা আধাসামরিক বাহিনীর পোষাক পড়ে দু’টি দলে বিভক্ত হয়ে  ঘাঁটির আবাসিক এলাকার ভেতর দিয়ে প্রবেশ করে।
একটি দল ফজররে নামাজের সময় সামরিক বাহিনীর মসজিদের ঢুকে অতর্কীতে হামলা চালিয়ে  ১৬জন প্রার্থানাকারীকে হত্যা করে । পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান  জেনারেল রাহিল শারিফ ঐ ঘাঁটিতে যান এবং কয়েক ঘণ্টার অবরোধে  যারা মোকাবেলা করেছেন সেই নিরাপত্তা বাহিনীর  সেনাদের  সংগে তিনি সাক্ষাত  করেছেন।
voa

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন