সার্বিয়া থেকে আসা শরণার্থীদের চাপ সামলাতে না পেরে সার্বিয়ার সঙ্গে থাকা সীমান্তের সাতটি পয়েন্ট বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যে সকল রাস্তা সীমান্তের দিকে গেছে সেগুলোতেও ট্র্যাফিক বন্ধ ঘোষণা করা হয়েছে।ক্রোয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের রাজধানী জাগরেব-এর সরকার বলেছে, সার্বিয়া থেকে আসা আর কোনো শরনার্থী গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়।
অনাকাঙ্ক্ষিত অভিবাসীদের ঠেকাতে সীমান্তে সেনা নামানোর জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির সরকার।
ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে সব অভিবাসী ইতোমধ্যেই ক্রোয়েশিয়ায় আছে, রাজনৈতিক আশ্রয়ের জন্য তাদেরকেও আবদেন করতে হবে।
আর আবেদন না করলে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারী দেয়া হয়েছে।
এদিকে, ক্রোয়েশিয়া থেকে রেলযোগে স্লোভেনিয়ার ভেতর দিয়ে যাবার সময় বড় এক দল শরনার্থীকে আটকে দিয়েছে স্লোভেনিয়া।
পুলিশের একজন মুখপাত্র ভেসনা ড্রোল বলেছেন, প্রায় ২০০ শরনার্থীকে নিয়ে যাবার সময় দেশটির সীমান্ত শহর দোবোভা’র রেলস্টেশনে রেলগাড়িটিকে থামিয়ে দেয়া হয়।
bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন