মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি ধাক্কা, নিহত ৯


germany_train_aacident
Image copyrightReuters
Image captionদুর্ঘটনা ঘটেছে জার্মানির সাথে অস্ট্রিয়ার সীমান্তের কাছে।
মিউনিখের ৬০ কিমি দক্ষিণ-পূর্বে অস্ট্রিয়ার সাথে সীমান্তের কাছে দুটো যাত্রী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পুলিশ এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করেছে।
আহত হয়েছে একশরও বেশি যাত্রী, যাদের মধ্যে অনেকের জখম গুরুতর।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১৫ জনের গুরুতর।
স্থানীয় একজন সাংবাদিক বিবিসিকে বলেছেন, নিহতদের সংখ্যা বাড়তে পারে।
germany_train_collisionImage copyrightReuters
Image captionআহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার
অনেকে এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের টেনে বের করার চেষ্টা করছে। অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই দুর্ঘটনার পর একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন বাভারিয়া প্রদেশে গত কয়েক বছরের মধ্যে মঙ্গলবারের এই দুর্ঘটনা সবচেয়ে মারাত্মক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন