সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তালগোল নিয়ে অনলাইনে ঝড়

 
    miss universe                 প্রথমে মিস কলম্বিয়াকে মুকুট পরানো হয়     
           
ভুল প্রতিযোগীকে মিস ইউনিভার্সের মুকুট পরানো নিয়ে অনলাইনে এখন অবিশ্বাস এবং হাস্যরসের বন্যা বইছে।
মিস কলম্বিয়া আরিয়াডনা গুটিয়ারেজকে ২০১৫ সালের মিস ইউনিভার্স ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকেরা জানান যে তিনি আসলে প্রথম রানার-আপ হয়েছেন।
পরবর্তীতে মিস ফিলিপিন্স পিয়া আলোনজো উর্টজবাখকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
রাতভর #MissUniverse2015 ছিল টুইটারের সবচেয়ে জনপ্রিয় হ্যাশট্যাগ এবং হাজার হাজার টুইটার ব্যবহারকারীরা ঠাট্টা এবং মিমের মাধ্যমে তাদের অবিশ্বাস প্রকাশ করে যাচ্ছেন।
'মিস ইনফরমেশন'
'অপ্রস্তুত কাকে বলে' একজন টুইটার ব্যবহারকারীর মন্তব্য।
অন্য আরেকজন টুইটার ব্যবহারকারী, কানাডার মার্ক মিচের টুইট ছিল 'এবং বিজয়ী হচ্ছে - মিস ইনফরমেশন'।
miss universeভুল বোঝাবুঝির অবসানের পর মিস ফিলিপাইনের মাথায় মুকুট দেয়া হয়                
ফেসবুক ব্যাবহারকারীরাও মিস ইউনিভার্সের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে তাদের মতামত দিয়ে যাচ্ছেন।
'এটি সবচেয়ে বিরক্তিকর মিস ইউনিভার্স প্রতিযোগিতা' মন্তব্য একজন টুইটার ব্যবহারকারীর।
তবে অনুষ্ঠানের উপস্থাপক পরে একটি টুইটার বার্তায় 'ভুলটি তারই ছিল' উল্লেখ করে প্রতিযোগীদের কাছে ক্ষমা চেয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন