শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

সিলেটে আলোচিত রাজন হত্যা মামলার বিচার শুরু

         শিশু রাজনকে খুঁটির সাথে বেধে পিটিয়ে নির্যাতন করার পর সেই ভিডিও ছড়িয়ে দেয়া হয় সামাজিক মাধ্যমে।                

বাংলাদেশের সিলেট জেলায় শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় সাক্ষগ্রহণ শুরু হয়েছে আজ।
এর মধ্য দিয়ে খুঁটির সাথে বেধে পিটিয়ে নির্যাতন ও হত্যা এবং পরে ইন্টারনেটে তার ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের করা এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।
তবে এই মামলার প্রধান অভিযুক্ত কামরুল ইসলাম সৌদি আরবে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই এই বিচারকাজ চলছে।
বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, বিষয়টি হতাশা তৈরি করেছে নিহত শিশু রাজনের পরিবারের সদস্যদের মাঝে। তবে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু হওয়ায় তারা সন্তুষ্ট।
                 ঈদের দিন সন্তান হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন শিশু রাজনের মা ।                
এই মামলায় ৩০ জনের বেশি সাক্ষী রয়েছেন। যারা এই ঘটনা প্রত্যক্ষভাবে দেখেছেন বা পরোক্ষভাবে জেনেছেন।
তাদের সাক্ষ্য নেয়ার জন্য মোট পনেরো দিন ধার্য করা হয়েছে। খুব দ্রুতগতিতে এই বিচারকাজ শেষ করতে চাইছে কর্তৃপক্ষ।
রাজন হত্যা মামলায় মোট অভিযুক্ত ১৩ জন। গত ২২ শে সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সিলেটের মহানগর দায়রা জজ আদালত।
তবে প্রধান অভিযুক্ত কামরুল সহ ৩ জন পলাতক আছেন। কারাগারে আটক আছেন ১০জন।
এদিকে মামলায় অভিযুক্তরা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
কামরুল ইসলামের পরিবার মনে করে, অপরাধ করে থাকলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত।
হত্যাকান্ডের ঘটনার প্রধান অভিযুক্ত কামরুল ইসলাম এখনও সৌদি আরবে।
কিন্তু বিচার প্রক্রিয়া শুরুর আগেই তাদেরকে দোষিসাব্যস্ত করার একধরনের চেষ্টা দেখা যাচ্ছে। ফলে কতটা ন্যায়বিচার পাবেন সেটি নিয়ে প্রশ্ন তুলছেন তারা।
গত ৮ই জুলাই চুরির সন্দেহে ১৩ বছর বয়সী শিশু রাজনকে খুঁটির সাথে বেঁধে পেটানো হয়।
পরে তার মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা উদ্ধার করে। নির্যাতনের সময় দৃশ্যটি ভিডিওতে ধারণ করে নির্যাতনকারীরা।
পরে সেই ভিডিও ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোড়নের সৃষ্টি হয়।
এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অভিযুক্ত কামরুল ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন