মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে মুসলিম যে বালকটি তাঁর বানানো একটি ঘড়ি স্কুলে নিয়ে যাওয়ার পর গ্রেফতার হয়েছিল, সেই বালকের পরিবার তাকে স্কুলটি থেকে ছাড়িয়ে নিয়েছে।
ঐ ঘড়িটিকে বোমা বলে মনে করার পর আহমেদ মোহামেদকে গ্রেফতার করা হয়েছিল।
তার পিতা মোহামেদ এল-হাসান মোহামেদ বলেন যে তিনি তাঁর সব সন্তানকে ঐ এলাকার স্কুল থেকে সরিয়ে নিয়েছেন।
তাঁর মতে, গ্রেফতারের ঘটনা আহমেদের উপরে ক্ষতিকর প্রভাব ফেলেছে।
আহমেদের গ্রেফতারের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ার পর তার বিরুদ্ধে আনা অভিযোগ খুব দ্রুত প্রত্যাহার করে নেয়া হয়।
টেক্সাসের আরভিংয়ে ম্যাকআরথার স্কুলে তাকে গ্রেফতার করা হয়েছিল।
মি. মোহামেদ বলেন, আহমেদ ম্যাকআরথার স্কুলে ফিরে যেতে চায় না। বাচ্চারা আর সেখানে সুখী নয়।
তিনি আরো জানান যে আহমেদ বেশ কিছু স্কুল থেকে ভর্তি হওয়ার আমন্ত্রণ পেয়েছে, তবে একটি সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আরো সময় নিতে চান।
বুধবারে পুরো পরিবার নিউইয়র্কে যাচ্ছে, কারণ জাতিসংঘের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি আহমেদের সঙ্গে দেখা করতে আগ্রহী।
এরপর আহমেদের পিতা তাকে নিয়ে সৌদি আরবের মক্কায় যাওয়ার আশা করছেন।
মি. মোহামেদ বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থণা করবো যাতে তিনি সহায় হোন।
ফিরে আসার পর তাদের পরিকল্পনা হলো হোয়াইট হাউজে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করা।
গত সপ্তাহে আহমেদ জানায় যে সে স্কুল পরিবর্তন করতে চায়, কারন তার শিক্ষক তার বানানো ঘড়িটিকে একটি হুমকি হিসেবে নেয়ার বিষয়টিতে সে খুবই দুঃখ পেয়েছে।
BBC BANGLA
VERY BAD
উত্তরমুছুন